বাংলার পাখি
শরিফা বেগম
পাখির ভাষা আমি বুঝিনা
ওদের ভাষা ওদের কথা ওরা বুঝে
শুধু উপলব্ধি করি
আমার মায়ায় আমার বিশ্বাসে।
বৈশাখের দাবদাহ ঝড় নেই বৃষ্টি নেই
আছে শুধু হৃদয়ের তান্ডব।
ভোরের সূর্যটা অন্ধকার সরিয়ে অনন্ত আকাশের নিচে
পৃথিবী আলোকিত করল
সূর্যরশ্মির কিরণে গাছপালার ফাঁক ফোকরে
ঝলমলে আলো আর মিষ্টি বাতাস
খোলা আকাশে নাম নাজানা পাখির আনাগোনা
শুরু হতেই বড় দলে পরিণত হলো
ওরা আমায় বুঝতে পারল
আমি একা-
হাত বাড়িয়ে দিলাম
ওদের সাথে সখ্যতা করার জন্য
অনন্ত আকাশে দলবদ্ধ পাখি
আমায় খেলা দেখাতে লাগলো
আমার অনুভূতি
খেলা নয় শারীরিক কসরত।
একবার উঁচুতে একবার নিচুতে কখনো খুব কাছে
আবার দূরে আশ্চর্য সুন্দর দৃশ্যে মন প্রাণ ভরে গেল।
ওরা কচকচিয়ে ওঠে
আমি ভাষা বুঝিনা
কখনো বুঝিনা
ভালো লাগছে এত বড় দলের পাখি
আমায় বরণ করে নিল
এখন আমি আর একা নই ওদের একজন।
হঠাৎ দলছুট হয়ে একটি পাখি
তিন তলার কার্নিশে ঝপ করে পড়েছে।
চোখের পলক ওই কার্নিশে
আর একটা পাখিও দল ছুট হয়ে
নেমে এলো তিনতলার কার্নিশে
পাখা ঝাপটাচ্ছে রোদন করছে
আমি পাখির ভাষা বুঝি না
পাখির কান্না শুনিনা
উপলব্ধি করছি আমার মায়ায় আমার বিশ্বাসে।
আমিও ওদেরই একজন।
পাখিটা আমার দিকে তাকালো
পাখা ঝাপটালো
উড়াল দিল বলে গেল
আমার ছানা মরে গেছে
কিছু পরে একজন পরিচ্ছন্নকর্মী কাক এলো
আহত পাখিটাকে ঠোঁটে করে নিয়ে গেল
কোথায় যেন হারিয়ে গেল।
আজ বৈশাখের দাবদাহ
ঝড় নেই বৃষ্টি নেই
আছে শুধু মনের তান্ডব
পৃথিবীর চির সত্য প্রকৃতির প্রতি স্তরে স্তরে
সকালের আলো ঝলমল প্রকৃতি ঝিমিয়ে পড়েছে
একা দাঁড়িয়ে শুধু অপলক চেয়ে আছি
আমার উপলব্ধিতে আমার মায়ায় আমার বিশ্বাসে
একটা শব্দ অনুরণিত হচ্ছে
আমার ছানা মরে গেছে
আমার ছানা মরে গেছে।
(রাজবাড়ী)