রাজবাড়ীতে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান কে এম শফিকুল মোর্শেদ আরুজ, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। এসময় সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন এনজিও সংস্থার কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করার লক্ষে সংস্থারগুলোর কার্যক্রম সম্পর্কে আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়।
এসময় জেলা প্রশাসক আবু কায়সার খান সকল এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে সংস্থার নির্ধারিত কাজের পাশাপাশি সুবিধাভোগীরা এ লোন কোন কাজে ব্যবহার করছেন, এ অর্থের মাধ্যমে তারা কোনো সমাজবিরোধী কাজে লিপ্ত হচ্ছেন কি না এ বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ এবং সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ বিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।
সভা শেষে জেলা প্রশাসককে শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় জেলার এনজিও ফেডারেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।