মানব পাখি
গোলাপ মাহমুদ সৌরভ
আমি হলাম ডানা মেলা পাখি
সুখ বিলাসী আমার মন,
হাসি খেলি থাকি আপন মনে
দুচোখ ভরে দেখি ভূবণ।
নীড় হারা আমি মানব পাখি
চাতক পাখির মতো আঁখি,
দিনশেষ দেখি আমার আমি
বেতালের সুরে ডাকে সখি।
বসন্ত কোকিলের গান শুনি
রং মিশানো কৃষ্ণচূড়া ডালে,
নির্ঘুম চোখে রাতের জোনাকি
ঝুপড়ি ঝাড়ে আলো জ্বলে।
(বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
সৌদি আরব)