রাজবাড়ীর বিভিন্ন স্থানে রালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হয়েছে।
বালিয়াকান্দি প্রতিনিধি সনজিৎ দাস জানান, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন সকালে উপজেলা চত্বরে রালি শেষে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, থানার অফিচার্জ ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুক্তাদির আরেফিন, ডাঃ স্বজল কুমার সোম, ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস প্রমুখ।
কালুখালীতে প্রতিনিধি শহিদুল ইসলাম জানান, বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে। সকালে উপজেলা পরিষদ এর সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেরুন্নাহার। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, সমবায় কর্মকর্তা আ: জব্বার, মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপ-খাদ্য পরিদর্শক কাজী মাসুদা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা রোপন করা হয়।
পাংশা প্রতিনিধি রতন মাহমুদ জানান, রাজবাড়ীর পাংশায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করবো ভূমি পূনরুদ্ধার, রুখবো মরুময়তা-অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা প্রতিপাদ্যকে সামনে রেখে অতিথিগন পরিবেশের ভারসাম্য রক্ষায় করনীয় এর উপর বক্তব্য দেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমারের সঞ্চালনায় এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, প্রানী সম্পদ কর্মমর্তা শাহাদত হোসেন, মৎস্য অফিসার সাঈদ আহমেদ, সহকারি প্রোগ্রামার পাংশা, তপু কুমার দেবনাথ। মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আ. সালাম সিদ্দিকী। এছাড়াও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।