রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান এহ্ছানুল হাকিস সাধনকে দুধ দিয়ে গোসল করালেন এলাকাবাসী। বুধ বেলা ১১ টার দুকে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে তাকে গোসল করানো হয়। মুহূর্তেই তার দুধ দিয়ে গোসলের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বালিযাকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন। গত মঙ্গলবার দ্বিতীয় দফার এই উপজেলা চেয়ারম্যান এহ্সানুল হাকিম সাধন ৪২৬৮০ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১৬৮০ ভোট।
রিজু শিকদার নামে একজন ফেসবুকে লেখেন,’আল্লাহ পাক উপজেলার সর্বোচ্চ সম্মান আপনাকে দান করেছেন। আজ যেমন দুধ দিয়ে গোসল করে পবিত্র হলেন। আমৃত্যু এই পবিত্রতা ধরে রাখবেন, আপনার কাছে অনুরোধ, আমরা যারা আপনার সহচরী ছিলাম আমাদের স্বপ্ন বালিয়াকান্দি একটা মডেল উপজেলা হিসাবে আপনি গড়ে তুলবেন।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. এহছানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত চেয়ারম্যান এহ্সানুল হাকিম সাধন জানান, এলাকাবাসীর স্বপ্ন ছিল আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে। তাদের সেই স্বপ্ন পুরণ হয়েছে। এজন্য এলাকার লোকজন সকালে ১০ থেকে ১৫ লিটার দুধ নিয়ে এসে আমাকে গোসল করান। এলাকাবাসীর কাছেও আমি দোয়া চেয়েছি আমি যেন তাদের প্রত্যাশা পুরণ করতে পারি।