মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

কশবামাজাইল এএইচ হাই স্কুলের তথ্যবহুল স্মরণিকা প্রকাশিত

মোক্তার হোসেন, পাংশা ॥
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪৪২ Time View

দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্টস অব কশবামাজাইল এ.এইচ হাই স্কুলের দু’দিন ব্যাপী (৫-৬ মে) সৃজনশীল ও মানবিক কর্মসূচিতে পরিপূর্ণ পুনর্মিলনী উপলক্ষে আলোকবর্তিকা হিসেবে প্রকাশিত হয়েছে তথ্যবহুল ও সমৃদ্ধ স্মরণিকা ২০২২।

স্মরণিকাটিতে বাণী দিয়েছেন কশবামাজাইল আতাহার হোসেন হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল-হোসেন, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন ও দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্টস অব কশবামাজাইল এ.এইচ হাই স্কুলের চিফ এ্যাডমিন ডা. এম. আইয়ুব হোসেন।

স্মরণিকায় গুরুত্বসহকারে সম্পাদকীয়, পদাধিকারবলে উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টা পরিষদ ও এ্যাডমিন প্যানেলের সদস্যবৃন্দের ছবিযুক্ত পরিচয় তুলে ধরা হয়েছে। কশবামাজাইল আতাহার হোসেন হাই স্কুল প্রতিষ্ঠার ইতিহাস (প্রতিষ্ঠাতা আওলাদ হোসেন) সম্পর্কে তথ্যবহুল ও গবেষণামূলক প্রতিবেদন লিখেছেন মো. মোফাকখারুল ইসলাম রান্নু ব্যাচ ১৯৭৯। প্লাটফর্ম সৃষ্টির ইতিকথা শিরোনামে প্রবন্ধ লিখেছেন ডা. এম.এ রশিদ ব্যাচ ১৯৮৪। মো. সাইফুর রহমান মিঞা ব্যাচ ১৯৮২ লিখেছেন মুক্তিযোদ্ধা রাজ্জাক মাস্টার ঃ বিস্মৃতপ্রায় এক ইতিহাস, ড. ক্ষীরোদ রায় ব্যাচ ১৯৬৮ লিখেছেন শিক্ষার মজবুত ভিত গড়ার বিদ্যালয়, মো. আলিমুজ্জামান মিঞা ব্যাচ ১৯৬১ লিখেছেন মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ, ড. শরীফ মোহাম্মদ কায়কোবাদ লিখেছেন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে “কশবামাজাইল এ.এইচ. হাইস্কুল” এর শিক্ষার্থীদের অবদান, জীবন কৃষ্ণ বিশ্বাস ব্যাচ ১৯৭৩ লিখেছেন যে যে ধানের ক্ষেত মাড়িয়ে স্কুলে যাওয়া-আসা করতাম, দিলারা হোসেন দিলু ব্যাচ ১৯৮১ লিখেছেন কশবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয় ও শৈশবের স্মৃতি, ড. সুশান্ত কুমার বিশ্বাস ব্যাচ ১৯৭৮ লিখেছেন জীবনের জলছবি, মনোয়ার হোসেন মণি ব্যাচ ১৯৬৯ লিখেছেন কৈশোর স্মৃতির পাতা থেকে, কবিতা কল্পনা লতা (রীণা) ব্যাচ ১৯৭৫ লিখেছেন কাশ্মীর ভ্রমণ, মো. হারুন অর রশিদ ব্যাচ ১৯৮১ লিখেছেন লেখা টাকা, মুহাম্মদ কামরুজ্জামান সাচ্চু ব্যাচ ১৯৯৪ লিখেছেন দৃঢ়সংকল্পই সাফল্যের চাবিকাঠি, মো. খলিলুর রহমান ব্যাচ ১৯৯৩ লিখেছেন সহজ নয়- এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, মো. মাহবুব হাসান ব্যাচ ২০০৯ লিখেছেন ফিরে আসা গল্পটা, দিদারুল ইসলাম লিখেছেন আমার স্কুল জীবনের কিছু কথা, মো. শফিউল্লাহ ব্যাচ ১৯৮২ লিখেছেন স্মৃতির পাতা থেকে, কাজী মিনহাজুল আলম ব্যাচ ১৯৭৫ লিখেছেন হৃদয় নদীর কূলে কূলে, এসএম রেজাউল ইসলাম ব্যাচ ১৯৮৭ লিখেছেন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী, শামিমা ইসলাম কণা ব্যাচ ১৯৮৩ লিখেছেন স্মৃতিকথা, মুহাম্মদ কামরুজ্জামান সাচ্চু ব্যাচ ১৯৯৪ লিখেছেন কীভাবে সম্পন্ন হলো এত মানুষের রেজিস্ট্রেশন, ডা. মো. রফিকুল ইসলাম ব্যাচ ১৯৭৮ লিখেছেন ‘আমাদের প্রধান শিক্ষক-শ্রদ্ধেয় মোসলেম উদ্দিন স্যার’ শীর্ষক প্রবন্ধ। স্মরণিকায় নীলুফা বেগম অভায়ারণ্যের নীল আকাশ, মো. আবু সুফিয়ান খান ব্যাচ ১৯৬৮ স্মৃতি মন্থন, লুৎফর রহমান রুকু ব্যাচ ১৯৮৩ মুনাফেক, এসএম গোলাম সারওয়ার ব্যাচ ১৯৭৩ শান্তি চাই, কাজী মিনহাজুল আলম ব্যাচ ১৯৭৫ বিভোর স্বপ্নবাজ, সূচিত্রা বিশ্বাস (চায়না) ওগো পথিক, শাহ্ মোহাম্মদ লতিফ ব্যাচ ১৯৮২ গান/কবিতা, কুমারেশ চন্দ্র মন্ডল প্রিয়বন্ধু, মহিদুর রহমান হিরা ১৯৮৫ ব্যাচ হায়রা মায়া, দিদারুল ইসলাম আমন্ত্রণ, এম ফারুখ হোসাইন (শহীদ) ব্যাচ ১৯৮৯ নির্জন সৈকত, মো. নাজমুল হক মানবতার ডাক, মিজানুর রহমান মান্নাফ ব্যাচ ১৯৮৪ কারণ, সোহানুর রহমান আমি যাহা!, মো. নাজমুল হক ব্যাচ ২০০২ মৃত্যুকে স্মরণ ও ইমন আলী ব্যাচ ২০১৪ শহীদ স্মরণে কবিতা লিখেছেন। পরিমল বিশ্বাসের স্মরণে এক গুচ্ছ কবিতা স্মরণিকায় স্থান পেয়েছে।

স্মরণিকার সম্পাদনা পরিষদে রয়েছেন, সম্পাদকমন্ডলীর সভাপতি মো. মনোয়ার হোসেন মণি, প্রধান সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সহযোগী সম্পাদক মো. হারুন অর রশিদ, সদস্যবৃন্দ এসএম মহিদুর রহমান, ড. আবুল কালাম আজাদ, আশরাফুল আওয়াল ও মো. কামরুজ্জামান সাচ্চু।

স্মরণিকার সম্পাদকীয়তে বলা হয়েছে- সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামীনের যিনি শত বাধা-বিপত্তির পরও আমাদের এই মিলনমেলাকে সফলতার দ্বারপ্রান্তে উপনীত করেছেন। ১৯৪৭। বৃটিশ সূর্য এই উপমহাদেশে অস্তগত। ঠিক ঐ বছরেই আমাদের এই প্রান্তিক জনপদের কিছু প্রাগ্রসর মানুষের ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টার ফসল হিসেবে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির মাধ্যমে মাধ্যমিক শিক্ষা সূত্রপাত। সময়ের পরিক্রমায় জুনিয়র হয়ে ১৯৫৪ তে মাধ্যমিক বিদ্যালয়ের আত্মপ্রকাশ। দীর্ঘ সাতদশকে বহু গুণীজন আর অসংখ্য শিক্ষার্থীর পূণ্য স্মৃতিধন্য এ বিদ্যালয়।
চিফ এডমিন ডা. এম আইয়ুব হোসেন বলেন, পথপরিক্রমায় আমাদের প্রাণপ্রিয় প্লাটফর্ম “ দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্টস অব কশবামাজাইল এ.এইচ. হাই স্কুল”টি হাটি হাটি পা পা করে তার স্বপ্নীল দিগন্ত উন্মোচিত করার পথে আজ ধাবিত। একটি সুন্দর প্রাচুর্যময় ও সম্ভাবনার নতুন সকাল দেখব বলে কিছু প্রাক্তন ছাত্র-ছাত্রীর অগ্রসর চিন্তার ফসল আমাদের এই প্লাটফর্ম। তিনি বলেন, প্রায় এক বছর ধরে ত্যাগ তীতিক্ষার মাধ্যমে আজকের এই মিলনমেলা। করোনা মহামারীর কারণে দু’দুবার করে দিনক্ষণ পরিবর্তন করতে হয়েছে। সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বিস্ময়কর সাড়ার মাধ্যমে অনেক কঠিন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

কশবামাজাইল আতাহার হোসেন হাই স্কুলের সভাপতি আব্দুল্লাহ আল-হোসেন বলেন, এই বিদ্যালয় থেকে যুগে যুগে তৈরী হয়েছে অনেক আলোকিত মানুষ, যারা সমাজ, রাষ্ট্র তথা জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে আমি প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি পদের দায়িত্ব বহন করছি, যা আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com