রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামানকে সংবর্ধনা জানানো হয়েছে। রোববার দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি বলেন, জনগণের টাকায় আমাদের বেতন হয়। এজন্য জনগণের উপকার হয় সেই কাজ আমাদের করতে হবে। আমি শপথ নেওয়ার পর বিভিন্ন বারের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। তাদেরও আমি এই বিষয়ে বলেছি। ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে বলেছি। তিনি আরও বলেন, মানুষ যখন বিপদে পড়ে আর কোথাও যাবার জায়গা থাকেনা তখন আদালতে আসে। কিন্তু তার সেই মামলা যদি ২০ বছর ৩০ বছর ধরে চলে তাহলে কেন মানুষের আস্থা থাকবে। মানুষের কনফিডেন্টস থাকবেনা। আমাদের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে। কাউকে সমালোচনা করার আগে আত্মসমালোচনা করতে হবে। নিজেকে বদলাতে হবে। নিজের কাজ সম্পর্কে সচেতন হতেহবে। মানুষের সেবা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. এটিএম মোস্তফা মিঠুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যড. খান মোহাম্মদ জহুরুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যড. বিজন কুমার বোস, সাবেক সভাপতি স্বপন কুমার সোম, মঞ্জুর মোর্শেদ প্রমুখ। এর আগে জেলা বার এসোসিয়েশন, আইনজীবী সংগঠন, আইনজীবি সহকারী, আইনজীবী জুনিয়ররা ফুল ও ক্রেস্ট প্রদান করেন অতিথিদের।
সভার শুরুতেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনের প্রার্থী সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা শাহ জিকরুল আহমেদ গোপালগঞ্জে নির্বাচনী সফরকালে আকস্মিকভাবে মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।