৭০তম প্রকাশনার দিনে দৈনিক আমাদের রাজবাড়ীর জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের সাথে প্রকাশক এবং সম্পাদক শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার বিকেলে দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পত্রিকার প্রকাশক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। সভায় পত্রিকার অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে উপস্থিত প্রতিনিধিগণ তাদের অভিমত তুলে ধরেন। পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার প্রতিনিধিদের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন। এদিকে পত্রিকার প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় প্রতিনিধিগণ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গত ২৭ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রেরিত পত্রে সরকার কর্তৃক প্রশাসক নিযুক্ত হন। ইতিপূর্বে তিনি রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।