স্লোগান নাকি অপেক্ষা
আশ্রাফ বাবু
তোমার বাড়ির ঢালে ফেলে আসা গতছবি
পথরেখা জুড়ে চেনা ভাঁজে লুকানো কথা
কাকে যেন বুঝে থাকি যতকথা পদ্মার পাড়ে
ফোকর খুঁজে মস্তিষ্কের আডালে বহুদূর ফিরে।
সঞ্চিত প্রতিক্ষা প্রবাহ হয় জীবনের মায়ায়
হেলাফেলা স্বপ্ন বাঁচে ছিন্নমূল বর্তমানে,
ঘণ্টাধ্বনি শুনেছি নিরুদ্দেশ স্মৃতি হাতড়ে
শ্রান্তি খোঁজা নিয়ন্ত্রণহীন মনে মনে।
ফিরে আসে দিন সময়ের সাদা ভিড়ে
দুটো মিষ্টি কথা আধো আলো চলে,
সবমিলিয়ে নিজেকে নতুন করে বাঁচা
অহর্নিশ ছায়াসঙ্গী খুজি এক কালে।