রাজবাড়ীর কালুখালী উপজেলায় কালুখালী উপজেলায় চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে হুমকী দিয়েছে দুর্বত্তরা। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম বাদশা মিয়া। সে কালুখালীর মোহনপুর গ্রামের নুরনবী মিয়ার পুত্র। কালুখালীর মোহনপুর বাজারে তার বিকাশ ও ইলেকট্রনিকস ব্যবসা প্রতিষ্ঠান আছে। চাঁদাদাবী ও ভাইকে মারপিট করায় সে কালুখালী থানায় ৪ দুর্বত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
বরিবার মোহনপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময করেন বাদশা মিয়া।
তিনি জানান, মোহনপুরের কতিপয় লোক মাদক ব্যবসায়ী। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করায় আমার কাছে চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় তারা সংঘবদ্ধ হয়ে আমার ভাই মজিবর মিয়াকে মারপিট করে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য ছদরুল আমীন হাবিবসহ স্থানীয়রা বিষয়টি অবগত আছে। থানায় অভিযোগ দায়ের করায় মাদক ব্যবসায়ী চাঁদাবাজরা আমার জীবন জীবন নাশের হুমকী দিয়েছে।