সহিষ্ণু প্রতীক্ষা
ব্রাত্য অনার্য
সূর্যখচিত মেঘের সাথে
বৃষ্টির প্রতীক্ষারত সহিষ্ণু মেঘের বহুকাল হয়না দেখা।
যেমন হয়না তোমার আমার দেখা।
একই আকাশে বিচরণ অথচ সহস্র বছর দেখা হয়না ।
পানি চক্রের ফলে কখনো বৃষ্টি হয়ে ঝড়ে পড়া কখনো প্রবহমান নদীতে বয়ে চলে সাগরে বিলীন হওয়া।
আবার কখনো সাগর থেকে মেঘ হয়ে আকাশে ভেসে বেড়ানো ঘনীভূত হয়ে মাটির বুকে আছড়ে পড়া।
তুমি হয়তো ভূমধ্যসাগরে আমি আটলান্টিকে।
অথবা আমি হয়তো প্যাসিফিকে তুমি ভারত মহাসাগরে।
অথবা আমি হয়তো মেঘ তুমি তখন বৃষ্টি হয়ে ঝড়ছো।
দেখা হয়না আমাদের।
এ যেন দেখা না হওয়ার লুকোচুরি খেলা।
আহা মেঘ।
সূর্যখচিত মেঘ-সহিষ্ণু মেঘ।
ভালোবাসার মেঘ।
বৃষ্টি হয়ে ঝড়ো সাগরের বুকে।
অবসান হোক সহিষ্ণু প্রতীক্ষার।