রাজবাড়ীর গোয়ালন্দে লিপি আক্তার (২৫) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রবিবার সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত লিপি ওই গ্রামের ইরাক প্রবাসী মো. সবুজ সরদারের দ্বিতীয় স্ত্রী ছিলেন। এ ঘটনায় বাড়ি থেকে ৩টি মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ অর্থ লুট হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, লিপি আক্তার তার স্বামীর নির্মিত একতলা বাড়িতে একাই বসবাস করতেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে প্রতিবেশী আখের আলী পাওনা টাকা চাইতে তার বাড়িতে যান। বাইরে থেকে একাধিকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের খোলা দরজা দিয়ে ভেতরে উঁকি দেন। এ সময় তিনি খাটের ওপর লিপিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বামী সবুজ সরদারের প্রথম স্ত্রী শিরিন আক্তার জানান, তিনি তার শ্বশুর-শাশুড়ির সাথে দৌলতদিয়ার পৈত্রিক বাড়িতে থাকেন এবং দুই স্ত্রীর ভরণপোষণই তার স্বামী বহন করতেন।
তিনি আরও জানান, আগের দিন লিপি ধার শোধ করার জন্য ব্যাংক থেকে এক লাখ টাকা তুলেছিলেন। ঘরে থাকা তিনটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার পাওয়া যাচ্ছে না। তবে দুই স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল বলে তিনি দাবি করেন।
শাশুড়ি আকিরন নেছা বলেন, ছোট বউয়ের জন্য আমার ছেলে এই নতুন বাড়িটি তৈরি করে দিয়েছিল। আমরা মৃত্যুর খবর পেয়ে এখানে ছুটে এসেছি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার ঘর থেকে দুটি চায়ের কাপ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটিতে চা পান করা হয়েছিল এবং অন্যটি খালি ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।