প্রতিশ্রুতিহীন প্রেমে
সিরাজুম মনিরা
তুমি আমাকে কোনো প্রতিশ্রুতি দাওনি
আমিও তোমাকে কোনো প্রতিশ্রুতি দিইনি
প্রতিশ্রুতি ছাড়াই আমরা দীর্ঘকাল একসাথে ছিলাম
প্রতিশ্রুতি ছাড়াই আমরা আমাদের বিশ্বাস করেছিলাম
প্রতিশ্রুতি ছাড়াই আমরা ভালোবেসে ছিলাম।
আমরা একসাথে বৃষ্টিতে ভিজেছি প্রতিশ্রুতি হীন
রৌদ্রময় দিনে একসাথে হেঁটেছি প্রতিশ্রুতি হীন
আমরা কাটিয়েছি কাশফুলি সময় প্রতিশ্রুতি হীন।
আমরা প্রতিশ্রুতি হীন মুগ্ধতায় ডুবেছিলাম
আমরা প্রতিশ্রুতি হীন স্নিগ্ধতায় ছুঁয়ে ছিলাম।
আমরা প্রতিশ্রুতি হীন পিপাসায় ফুটিয়েছি পলাশ
আমাদের প্রতিশ্রুতি হীন প্রেমেই ফুটেছে অশোক।
তোমার হাতে অবিশ্বাস্য গোলাপ
আমার হাতে মায়াচ্ছন্ন বিকেল
তোমার চোখে উষ্ণ সান্ধ্যপ্রেম
আমার চোখে ভীষণ বিলাসীবৃষ্টি
অথচ সবই ছিলো প্রতিশ্রুতিহীন তৃষ্ণায় মেশা!
প্রতিশ্রুতি হীন ভালোবাসায় আমাদের শুরু
প্রতিশ্রুতি হীন ভালোবাসায় আমাদের শেষ।