চলমান পুষ্টি সপ্তাহ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে প্রবীণ শিক্ষক, সরকারি ও বেসরকারি পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, সুশীল ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে পুষ্টির গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটনের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান, সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীর সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, বিএমএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. রহিম বকস, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস প্রমুখ।
প্রবীণ পুষ্টি সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবদুল গাফফার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মানসুবা তাবাসসুম।