মেয়াদকাল অতিক্রম করায় বিলুপ্ত করা হয়েছে জেলা পরিষদ। গত ১৯ এপ্রিল ছিল শেষ কর্মদিবস। রাজবাড়ী জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বিদায়ী চেয়ারম্যন ও সদস্যদেরকে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান। এসময় সদ্য বিদায়ী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বিদায়ী সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার দায়িত্ব পালনকালীন সময়ে নানাবিধ উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, আমার এই পাঁচ বছরের দায়িত্বপালন কালীন সময়ে তৃণমূলকে আমি সবসময়ই গুরুত্ব দিয়ে দিয়েছি। জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট প্রতিষ্ঠানকে আমি উন্নয়ন সহায়তা দিতে চেষ্টা করেছি। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা/ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে রবিবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী (সংশোধিত) দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।
এ অবস্থায় জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ অনুযায়ী সরকার প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত ওই আইনের ধারা ৭৫-এ দেওয়া ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা/ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা হলো।