পরিবার পরিকল্পনা মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে আলীপুর ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভায় এ ঘোষণা দেয়া হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবু বক্কর সিদ্দিক।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের হিসেবে সনদ ও ক্রেস্ট তুলে দেন। রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইসতিয়াজ ইউনুস আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন।
জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হওয়ায় আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, প্রতিটি কর্মের ফল এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়। আগামীতে কাজের এ ধারা অব্যাহত থাকার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের জনসাধারণের মাঝে শতভাগ পৌছে দিতে চাই।
জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে রাজবাড়ী জেলায় পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী কর্মী, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, শ্রেষ্ঠ এসএসিএমও, শ্রেষ্ঠ ইউনিয়ন, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।