রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত পাংশা উপজেলার পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ জুন ২০২৩ ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রশিক্ষণে উপজেলার ৪০ জন কিশোরী অংশগ্রহণ করে।
রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌাধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, কাচারীপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, পাংশা স্পোটিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ক্রীড়াবিদের উপস্থিতিতে এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে পাংশা উপজেলা থেকে ভাল খেলোয়ার তৈরী হবে এই প্রশিক্ষনার্থীদের মধ্যেই কেউ দেশ সেরা খেলোয়ার হবে একদিন।