যানজট নিরসনে দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকায় ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশ। ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বিপিএম বার এর দিক নির্দেশনায় ও জেলা ট্রাফিক বিভাগের টিআই ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন)অভিজ্ঞ ও চৌকস মো. তুহিন লস্করের তত্ত্বাবধায়নে ও অন্যান্য টিআই (ট্রাফিক ইন্সপেক্টর), সার্জেন্ট, টিএসআই, এটিএসআই সহ অন্যান্য ট্রাফিক সদস্যগণ ফরিদপুর শহরকে যানজট নিরসনে সর্বদা কাজ করে যাচ্ছে।
প্রখর রোদে রাস্তায় দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন। শুধু তাই নয়, ফিটনেস, রেজিষ্ট্রেশন, রুট পারমিট বিহীন যানবাহন ও লাইসেন্স, হেলমেট বিহীন চালক সকলকে মানবিক দৃষ্টিভঙ্গিতে সতর্কতা সহ মামলা করে থাকেন। ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী জেলায় মোট টিআই সদর ৩ জন ভাঙ্গা ৩ জন, সার্জেন্ট ৭ জন,টিএসআই ৬ এটিএসআই ৯ জন ও ৩৪ জন কনস্টেবল রয়েছেন।