বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে ওয়ারিশ সনদ আনতে গিয়ে চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছে বিষ্ণু রাহা নামে এক ব্যক্তি। চেয়ারম্যানের অভিযোগ সে একজন প্রতারক।
বিষ্ণু রাহা জানান, তার মায়ের বাবার বাড়ি ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে। দাদুর নাম যতীন্দ্রনাথ শীল। দাদুর কোন পুত্র সন্তান না থাকায় মা মাসির সন্তানেরাই সকল সম্পদের মালিক। বিভিন্ন সময়ে চেয়ারম্যানরা তাকে সনদ দিয়েছে। ২৪ জুন সকালে ওয়ারিশ সনদ আনতে গেলে লাঞ্ছিত করে পরিষদে আটকে রাখে। পরে বহরপুরের আবুল কালাম আজাদ তাকে মুক্ত করেন।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ আলী মাস্টার জানায়, যতীন্দ্রনাথ শীল এর ৬ মেয়ে এক ছেলে। ছেলের নাম অমল শীল। অমল শীলের সন্তানেরাসহ একাধিক অংশীদার রয়েছে। বিষ্ণু রাহা সম্পদের ওয়ারিশ নয়। ওই জমি দেওয়ার নামে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিষয়টা আমি দেখছি। দ্রুত এর সমাধান হবে।