রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চকুঁড়ি পদক প্রদান ও নাটক মঞ্চায়ন শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পিপলস্ থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে স্বদেশ নাট্যাঙ্গনর ব্যবস্থাপনায় ও জেলা শিল্পকলা একাডেমি রাজবাড়ীর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, প্রতিষ্ঠাতা, পিপলস্ থিয়েটার এসোসিয়েশন, চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান লিয়াকত আলী লাকী। ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর হোসনেয়ারা খাতুন অধ্যক্ষ রাজবাড়ী সরকারি কলেজ, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সাবেক চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী, অসীম কুমার পাল সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখা, সালাম তাসির, সভাপতি, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, পার্থ প্রতিম দাশ কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, রাজবাড়ী। সভাপতিত্ব করেন মাসুদুজ্জামান ফিরোজ সভাপতি স্বদেশ নাট্যাঙ্গন রাজবাড়ী।
মঞ্চকুঁড়ি পদকপ্রাপ্তরা হলেন কুইন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩ প্রতিযোগিতায় দেশসেরা মেধাবী শিক্ষার্থী, ইশারা খাতুন, স্বদেশ নাট্যাঙ্গন, রাজবাড়ী, রেজওয়ান হোসেন, স্বদেশ নাট্যাঙ্গন, রাজবাড়ী, শামীম হোসেন, প্রত্যাশা থিয়েটার, রাজবাড়ী, নহলী জান্নাত পলা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থিয়েটার, রাজবাড়ী । সকলকে পদক, ফুলের শুভেচ্ছা ও উত্তরিয় প্রদান করা হয়। সেই সাথে মেধাবী শিক্ষার্থী আসরাফ হাসান নিঝুমকে শুভেচ্ছা স্মারক, ফুলের শুভেচ্ছা ও উত্তরিয় প্রদান করা হয়।পদক প্রদান ও আলোচনা শেষে নাট্যকার ম. নিজাম এর গল্প অবলম্বনে নাটক বাইচ মধ্যস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন রিমন খান, সহ-নির্দেশনায় ছিলেন জিহাদুর রহমান। অভিনয়ে ছিলেন জিহাদুর রহমান, অনিক দাস উত্তম, খন্দকার ইমু কামাল, রেজওযান হোসেন, ইশারা খাতুন, রাব্বি শেখ, আরাধ্যা দাস স্বদেশ, ঐশর্য্য দাস সেঁজুতি ও সম্রাট।