সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও টানা কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহ বইছে। তীব্র তাপদাহে মানুষের জীবন নাভিশ্বাস। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশুপাখিরাও। তবে বৃষ্টির দেখা নেই। উল্টো প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে। এর থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় রাজবাড়ীতে বিশেষ নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় জেলার সদর উপজেলার পাচুঁরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মাঠে বিশেষ এ নামাজ (সালাতুল ইসতিসকার) অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকাবাসীসহ পাঁচ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করে। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়। ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির বিশেষ এই নামাজের ইমামতি করেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই। পরে নামাজের পর খুৎবা পাঠ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিশেষ এ নামাজে মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা, অংশ নিয়েছে স্থানীয়রা। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষেরা।নামজ শেষে অশ্রুসিক্ত কন্ঠে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করেন। ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির বলেন,সারা বিশ্বব্যাপী তাপমাত্রা অসহনীয় পর্যায়ে বেড়ে চলছে। বিশেষ করে আমাদের দেশে ধারণাতীত ভাবে তাপমাত্রা বেড়াছে। এই তাপমাত্রা বেড়ে যাওয়াতে মানুষসহ পশুপাখির জন্য কষ্ট হচ্ছে। তাই বৃষ্টির জন্য আমরা বিশেষ নামাজ আদায় করেছি।