রাজবাড়ীর পাংশায় আইনশৃংখলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সোমবার আইনশৃংখলা কমিটির মাসিক সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির এ সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রোকেয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা প্রেসক্লাব সভাপতি এস এম রাসেল কবির, সিনয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনছার ভিডিপি উন্নয়ন কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জিল্লুল হাকিম বলেন, পাংশা উপজেলা থেকে সকল প্রকার অপরাধ প্রবনতা নির্মূল করতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসী মাদক কারবারি বালু দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে হবে। আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ছেলে মেয়ের খোজ রাখতে হবে। কাদের নির্দেশে স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের হাতে অস্ত্র তুলে দেয় তাদের খুজে বের করতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার হলে কারা তাদের জামীন করে বের করে নিয়ে আসে তাদের ধরতে পারলেই সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হবে। শিক্ষক মিজান হত্যা মামলায় আসামীদের গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। সেই সাথে মদদদাতা ও অর্থের যোগান দাতাদের খুজে বের করে আইনের আওতায় আনতে হবে।