নবাবপুরে অসহায় মেধাবী শিক্ষার্থীদের হাতে সহায়ক গাইড বই বিতরণের মধ্য দিয়ে বিং হিউম্যান ফাস্ট সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে অসহায় মেধাবী ২৮ জন শিক্ষার্থীদের হাতে নতুন সহায়ক গাইড বই তুলে দেয় সংগঠনটি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল হাসান আলী, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন, সংগঠনের ফাউন্ডার বিল্লাল হোসেন টুটুল, সহকারী শিক্ষক আইয়ুব হোসেন আমান, সংগঠনের সদস্য মাসুদ রানা সহ অন্যান্য সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
সংগঠনের ফাউন্ডার বিল্লাল হোসেন টুটুল বলেন, আমরা সমাজের অসহায় মানুষকে অর্থ সহায়তা, চিকিৎসার ব্যবস্থা, দূর্যোগকালীন সহায়তা ,অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা সহ নানাবিধ সামাজিক কর্মকান্ড চালিয়ে যাবো সংগঠনটির মাধ্যমে। আমাদের সংগঠনটির উদ্দ্যোশ্য ও লক্ষ্য সমাজের অসহায় মানুষকে একটু হলেও ভালো রাখা। সে ব্যাপারে আমরা বদ্ধ পরিকর।