রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে রাজবাড়ীতে এ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে “সম-নাগরিকত্ব” শীর্ষক সেমিনার রোববার রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও এডাবের রাজবাড়ী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। সেমিনারে কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম বলেন, “যত্রতত্র ভিআইপি মর্যাদা প্রদান সম-নাগরিকত্বের ধারনাকে বিতর্কিত করছে, যা উন্নয়ন প্রক্রিয়াকে অনেকাংশে বিঘ্নিত করে”। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে রাজবাড়ী সদর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আতাহার আলী বলেন,“ মাটি ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে আমাদের কাজ করতে হবে”। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, “বৈষম্য ছিল, আছে, হয়ত থাকবে, কিন্তু উন্নয়নকর্মীরা থেমে থাকবে না। সম-নাগরিকত্ব অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত রাখতে হবে”। স্বেচ্ছাসেবী বহুমূখী উন্নয়ন মহিলা সমিতির নির্বাহী পরিচালক ও এডাব রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি শামিমা আক্তার মুনমুন এর সঞ্চালনায় সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনারে অন্যান্যদের মধ্যে এডাবের আঞ্চলিক সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, এডাব রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ভিএফডিএ এর নির্বাহী পরিচালক নির্মল কুমার দাস, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল হাসান খান, এনজিও সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার, আত্বনির্ভরশীল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ফজলুল করিম সেখ, মহিলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান সোহেলী রহমান, কেকেএস এর অডিট ও মনিটরিং অফিসার মোজাফ্ফর হোসেন, রেডক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটির সদস্য শেফালী খাতুন সহ বিভিন্ন এনজিও প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন স্তরের উন্ন্য়নকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।