রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে আড়াই কোটি টাকা ব্যয়ে নব নির্মিত দৃষ্টি নন্দন দোতলা মার্কেট হস্তান্তরের পূর্বেই ক্ষতি সাধনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ।
বহরপুর বাজার বনিক সমিতির সভাপতি মো. আবুল কালাম ও দপ্তর সম্পাদক খন্দকার মিরাজুর রহমান মিরাজ জানান, দেশব্যাপী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ২ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে বহরপুর বাজারে দুইতলা নান্দনিক মার্কেট নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি তদারকি করছে বালিয়াকান্দি উপজেলা এলজিইডি। নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় বাজারের ইজারাদার ১ বছর যাবত মাছের হাট বসিয়েছে। ফলে মাছের বরফ গলা নোনা পানির কারণে প্লাষ্টার অল্প কয়েক দিনেই নষ্ট হতে শুরু করেছে। দ্বিতীয় তলায় মাদকসেবিসহ অপরাধিদের অবস্থান অনেকের চোখে পড়ছে। ব্যবহার করছে শৌচাগার হিসেবে। অপরদিকে মাছ বাজারের আংশিক রামদিয়া রাস্তার উপর বসার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। শনিবার ও মঙ্গলবার হাটের দিনে ভোগান্তির শিকার বহরপুর সরকারি প্রাথমিক, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বহরপুর কলেজ , শহীদ নগর মাদ্রাসা, ২টি কিন্ডার গার্টেন,বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩/৪ হাজার শিক্ষার্থী।
বহরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আব্দুস সোবহান জানান, দীর্ঘদিন মার্কেট নির্মানের কাজ বন্ধ রয়েছে। শুনেছি কর্তৃপক্ষ ঠিকাদারের বিল পরিশোধ করছে না বলে ফেলে রেখেছে।
বালিয়াকান্দি উপজেলা এলজিইডির প্রকৌশলী খোন্দকার রাহাত চৌধূরী জানান, মার্কেটের নিচে উপরে কোথাও দোকান বসার সুযোগ নেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, এখনও নির্মান কাজই শেষ হয়নি কি করে মাছের হাট বসে মার্কেট নষ্ট করছে ব্যবস্থা নেওয়া হচ্ছে।