রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড় সংলগ্ন জুরান মোল্লা পাড়ায় অবস্থিত বাংলা চলচ্চিত্রের সাড়া জাগানো চিত্রনায়িকা রওশনারা রোজিনা’র নানা বাড়ি। সেখানে তিনি তার মা খাদিজা বেগম-এর নামে চক্ষু হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনার পাশাপাশি তিনি ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ নির্মাণ করেছেন। দুই কোটি টাকা ব্যয়ে মসজিদটি শুক্রবার উদ্বোধন করা হয়।
যে মসজিদটি শুক্রবার জুম্মা নামাজের পূর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
উপস্থিত ছিলেন চিত্র নায়িকা রওশনারা রোজিনা, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, প্রযোজক খোরশেদ আলম খসরু, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমুখ।
রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, প্রত্যেকটি মানুষের একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে। চিত্র নায়িকা রোজিনার একটি স্বপ্ন ছিল তিনি নিজের জন্মস্থানে একটি মসজিদ করবে। আল্লাহ তার স্বপ্ন বাস্তবায়ন করেছে। তার চক্ষু হাসপাতালের স্বপ্নটিও যেন পূরণ হয় এই প্রত্যাশা করি।
চিত্র নায়িকা রোজিনা বলেন, আমার জীবনের একটি স্বপ্ন আজ পূরণ হলো। আমি আমার জন্মস্থানে মায়ের নামে একটি মসজিদ তৈরি করতে পেরেছি। তিনি আরও বলেন, আমার আরও একটি স্বপ্ন আছে। মসজিদের পাশে একটি “চক্ষু হাসপাতাল” নির্মাণ করবো। আশাকরি খুব তাড়াতাড়ি চক্ষু হাসপাতালের কাজ শুরু করবো।
এসময় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, প্রত্যেক মানুষের ভাল কাজে উৎসাহ দেওয়া উচিত। রোজিনা তার জন্মস্থানে একটি মসজিদ তৈরি করেছে। এটা অবশ্যই একটি ভাল কাজ। আমাদের প্রতিটি মানুষের উচিত ভাল কাজের অংশীদার হওয়া।
২০০০ সালের ৫ ফেব্রুয়ারী ওই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়। ১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা। এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সে সময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি। পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা।