রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার হতে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ এর ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ট্রাস্কফোর্স কমিটির আয়োজনে গোয়ালন্দ পৌরসভায় নিবন্ধনকৃত কার্ডধারী ১৪৩ জন জেলের মধ্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাহিদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন, পৌর প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান প্রমুখসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।