রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার রাতে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য প্রমুখ।
বক্তারা বলেন, শহিদ আবরার ফাহাদ শুধু একটি নাম নয়। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনচেতা চিন্তার এক প্রতীক। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেম প্রজন্মান্তরে অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা শেষে আবরার ফাহাদের সাহস ও সংগ্রামের উপর নির্মিত ডকুমেন্টারি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।