ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক শিক্ষা সম্মাননা। এ বছর রাজবাড়ীর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা তিনজন শিক্ষক ও একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন জেসমিন নেওয়াজ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। রেহানা পারভীন, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রেজাউল করিম, সিনিয়র শিক্ষক, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রীও বিতরণ করা হয়।
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী জানায়, এই আয়োজনের লক্ষ্য রাজবাড়ীর নিবেদিতপ্রাণ শিক্ষকদের অবদানকে স্বীকৃতি ও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা।