রাজবাড়ীর গোয়ালন্দে পৌরসভার নির্ধারিত কর পরিশোধ না করায় বকেয়া কর আদায়ের তাগিদাপত্র পেয়েছেন গোয়ালন্দ পৌর ২ নং ওয়ার্ড দেওয়ান পাড়া নিবাসী মো. আ. হাই মোল্লা। তিনি মৃত মজিবর মোল্লার ছেলে। পৌর প্রশাসক কর্তৃক নোটিশ ও হুলিয়া জারীর মাধ্যমে জানা যায়, দেওয়ান পাড়া এলাকায় কয়েক বছর পৌর কর দেননি হাই মোল্লা। পৌরসভার পক্ষ হতে তাকে একাধিকবার নোটিশ করা স্বত্ত্বেও তিনি তাতে কোনো কর্ণপাত করছিলেন না।
মঙ্গলবার দুপুরে দেওয়ান পাড়া হাই মোল্লার বাড়ির সামনে গিয়ে দেখা যায়, পৌরসভার প্রশাসক মো. নাহিদুর রহমানের নির্দেশনায় পৌর কর্তৃপক্ষ হ্যান্ড মাইক, বাদ্যযন্ত্র নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে পৌর বিধিমালা অনুযায়ী বকেয়া কর আদায়ের তাগিদাপত্র নোটিশ জারি করছেন এবং তাকে আগামী ১০ দিনের মধ্যে পৌর করের ধার্যকৃত ১ লক্ষ ৩২ হাজার ৯৬৮ টাকা পরিশোধ করার ঘোষণা দিচ্ছেন।
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ পৌরসভার হোল্ডিং নং ২৬৩ এর মালিকের ১ লক্ষ ৩২ হাজার ৯৬৮ টাকা পৌর কর বকেয়া রয়েছে। তিনি আরও বলেন, বকেয়া পরিশোধের জন্য তাকে একের অধিকবার নোটিশ করার পরেও তিনি পরিশোধ করেননি। এজন্য তাকে আগামী ১০ দিনের মধ্যে পরিশোধ করতে নোটিশ করা হয়েছে। অন্যথায় আইন মোতাবেগ তার বিরুদ্ধে পৌরকর আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হবে।