রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর বাজারে অগ্নিকান্ডে ৪টি পাটের গুদাম পুড়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটে। ফরিদপুর, রাজবাড়ী, কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রনে আসার পূবে কয়েক কোটি টাকার পাট পুড়ে যায়। খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মামুনুর রহমান জানান, সকাল ৭টার দিকে খানখানাপুর বাজারে অবস্থিত পাটের গোডাউন থেকে ধোয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত গোডাউনে ছড়িয়ে পরে। প্রথমে মিলের শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীদে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর রাজবাড়ী, কালুখালি, পাংশা ও ফরিদপুরসহ মোট ৫টি ইউনিট উপস্থিত হয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী ও পাট ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, তিনি সকাল ৮টার দিকে খবর শুনতে পান তার পাটের গোডাউনে আগুন লেগেছে। তিনি এসে দেখতে পান ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তিনি আরও জানান, অগ্নিকান্ডে গোডাউনে রাখা ১৭ লক্ষ টাকার পাট পুড়ে গেছে। এসময় সিদ্দিক সরদার, সোহেল, দুলাল মনোজিৎ কুন্ডু সহ মোট ৪জন মালিকের ৪টি গোডাউনে অগ্নিকান্ড হয়। বৃহত্তর ফরিদপুর অঞ্চল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, খানখানাপুর বাজারে সকাল ৭টা ৫০মিনিটে আগুন লাগার খবর প্রথমে গোয়ালন্দ ফায়ার সার্ভিস শুনতে পেয়ে একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে রাজবাড়ী, কালুখালি, পাংশা ও ফরিদপুরসহ মোট ৫টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনত পারি।