“ ইন্টারনেটে আসক্তির ক্ষতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় কর্মসূচীর মধ্যে ছিল বিজ্ঞান বিষয়ক বক্তৃতা, বিজ্ঞান অলিম্পিয়াড, ষ্টল প্রদর্শন, পুরষ্কার বিতরণ।
উপজেলা মিলনায়তন কক্ষে নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান আব্দুস সালাম, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন মোল্যা প্রমুখ।
বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে বালিয়াকান্দি সরকারী কলেজ, স্কুল পর্যায়ে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বির্তক প্রতিযোগিতায় রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। ২৫ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা পুরষ্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির , খোদেজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা প্রমুখ।