রাজবাড়ীতে “ভাত-কাপড়, জমি, কাজ, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত কর এবং শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে বাম বিকল্প গড়ে তোল” এই স্লোগ্নানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী সদর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজবাড়ী জেলা উদীচী কার্যালয়ের মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া। পরে কাউন্সিল অধিবেশনে ধীরেন্দ্র নাথ দাসকে সভাপতি ও আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলন উপলক্ষে উদ্বোধনের পর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ধীরেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবুর সঞ্চালনায় এ সভায় অতিথি বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, শহর শাখা কমিউনিস্ট পার্টির সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।
বক্তারা বলেন, দেশে আজ সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একদিকে জিনিস পত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থির চরম অবনতি হয়েছে। পত্রিকা খুললেই শুধু চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের নিউজ চোখে পরে। মানুষ আজ দিশেহারা হয়ে পরেছে। জিনিস পত্রের উর্ধ্বগতির কারণে শ্রমজীবী সাধারণ মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে। কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে পল্লী রেশনের দাবি করে আসছে। বিগত সরকার ১৬ বছরে একজনকেও এই রেশনের আওতায় আনতে পারেনি। আবার বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারও এর কোন ব্যবস্থা করতে পারেনি। তাই মেহনতি মানুষকে তার অধিকার বাস্তবায়িত করতে হলে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। তাহলেই একটি অসম্প্রদায়িক, শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুস সাত্তার মন্ডল, আজিজুল হাসান খোকা, মো. আলিফ শেখ, মুজিব আলম বকুল, এজাজ আহম্মেদ, সুরেশ সিকদার।