গোয়ালন্দ প্রতিনিধি ॥
রাজবাড়ীর গোয়ালন্দে সিরিয়ালে আটকে থাকা পণ্যবাহী ট্রাক থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূল হোতা মো রাকিব প্রামানিক (২৬) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া (জমিদার ব্রিজ) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার সাইদ প্রামানিকের ছেলে। গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত হতে গোয়ালন্দ ঘাট থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ থেকে দৌলতদিয়া ফেরীঘাট পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজট সৃষ্টির ফলে জমিদার ব্রীজ এলাকায় মধ্যরাতে কিছু দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একাধিক পণ্যবাহী ট্রাকের কয়েকজন ড্রাইভার ও সহযোগীদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে । এই ঘটনার মূল হোতা ছিনতাইকারী চক্রের দলনেতা এজাহার নামীয় আসামী মোঃ রাকিব প্রামানিককে গ্রেপ্তার করে থানা পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মো. রাকিব প্রামানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে এবং গোয়ালন্দ ঘাট থানার একাধিক মামলার ঘটনার সাথে জড়িত। তিনি জানান, ইতিমধ্যে মহাসড়কে ছিনতাই চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এছাড়াও মহাসড়কে ছিনতাই বন্ধে টহল জোরদার করা হয়েছে। গ্রেপ্তার আসামীকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।