গোয়ালন্দ প্রতিনিধি ॥ দৌলতদিয়া ঘাটের যানজট নিরসনের লক্ষে এবং চরবাসীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে শনিবার সাড়ে আট কিলোমিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের বাইপাস সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন। গোয়ালন্দ বাজার মাল্লাপট্টি ব্রীজ হতে উজানচর শামসু মন্ডলের বাজার ও চর দৌলতদিয়া বাজার হয়ে উত্তর দৌলতদিয়া সাইনবোর্ড লাগোয়া মহাসড়ক পর্যন্ত এ সড়কটি বিস্তৃত।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডিআিইআরডব্লিউএসপির আওতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এনএইচডব্লিউ ভায়া চর দৌলতদিয়া পর্যন্ত ঢাকা বিভাগের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি অধিদপ্তরের তত্ত্বাবধানে ফরিদপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ মা ইঞ্জিনিয়ারিং (জেভি) ১৩ কোটি ৪৮ লাখ টাকা চুক্তিমূল্যের এ কাজটি আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করবে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খানের সভাপতিত্বে বক্তৃতা করেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যন নার্গিস পারভীন, এলজিইডির উপজেলা প্রকৌশলী বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা বিপ্লব ঘোষ, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, সাবেক পৌর মেয়র নিজাম উদ্দিন প্রমুখ।