রাজবাড়ীর পাংশা পৌর শহরের গুধিবাড়ী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আরশেধ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ কণ্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। রবিবার দুপুর ২ টায় শহরের এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ স্কুল মাঠে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মার্যাদায় তার দাফন সম্পন করা হয়।
রাজবাড়ী জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। সালাম গ্রহণ করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।
এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনজাত করা হয়।
প্রসঙ্গত বীর মুক্তিযোদ্ধা মো. আরশেধ আলী রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম ও পাংশা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. জহুরুল হকের পিতা।