রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া এলাকার গড়াই নদী থেকে সোমবার ফাতেমা খাতুন নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের রমজান আলীর মেয়ে। গত শুক্রবার কুষ্টিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছিল সে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গত শুক্রবার কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় ফাতেমা। সে সময় অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে জানতে পারেন নাদুরিয়া ঘাট এলাকায় একটি শিশুর লাশ পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, শিশুর লাশ উদ্ধারের বিষয়টি কুষ্টিয়ার কুমারখালী থানাকে জানানো হলে সেখান থেকে পুলিশের একটি টিম পাংশায় এসে নিশ্চিত করেন লাশটি নিখোঁজ ফাতেমার। পরে কুমারখালী থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়।