রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সবজি বাজারে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, বাজার বনিক সমিতির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক বদরুল আলম, বাজার ইজারাদার সামসুল আলম মন্টু, কমরেড ছলেমান আলী মোল্লা দলু, আহম্মদ পারভেজ, আব্দুর রাজ্জাক, কুদ্দুস সেখ ছিরুন, মাওলানা ওসমান গনি মানিক, সুশান্ত কুন্ডু , সুভাষ কুন্ডু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস ছাত্তার খান, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, কমিউনিষ্ট পার্টির সভাপতি এস এম দাউদ খান সহ বাজার ব্যবসায়িবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে আরও বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের ও বাজার ব্যসায়িদের অর্থায়নে ৪৫টি সিসি টিভি ক্যামেরা বাজারের প্রধান প্রধান সড়ক ও বাজারে বসানো হবে। বাজারের কয়েকজন ব্যবসায়ীর নামে দুদকে মামলা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে চিঠি পেয়ে যাবেন। এছাড়া বাজারের কৃষকদের জন্য নির্মিত ঘরে টাকার বিনিময়ে পার্মানেন্ট দোকান বসিয়ে সুবিধা ভোগ করছেন তাদেও উদ্দেশ্যে বলতে চাই অতি সত্ত্বর জায়গা মুক্ত করে দিয়ে প্রকৃত কৃষকের বসবার ব্যবস্থা করে দিবেন। নইলে আমাকে বাজারে নামতে হবে।