মেঘের দেশে
পারভীন হক
গায়ের মেঠো পথে,
কাশবন আর শাপলা বিলের ধারে,
কোন এক বাদলা দিনে
হিজল গাছের তলে,
তুমি আর আমি।
হাতে হাত রেখে অনুভব করি
পৃথিবী এক বৈচিত্রময় স্বর্গভূমি।
বর্ষার শ্রাবণ ধারায় ফুটেছে কদম
বৃষ্টির জল ধারায় জলে হয় জল কম্পন।
গর্জে উঠে মেঘ, মেঘে মেঘে হয়
নিবিড় আলাপন।
বৃষ্টির শেষে আকাশে রংধনু
রঙ্গিন সাজে।
অনন্ত কাল বেঁচে থাকতে চাই
সবুজ প্রকৃতি অরণ্যের মাঝে।
পড়ন্ত বেলায় যখন খোলা জানালায়
আকাশের দিকে তাকিয়ে সব দুঃখ ভুলে যাই
দু’চোখ বন্ধ করে শ্বেত পায়রার মতো,
গাঙচিলের মত ডানা মেলি মুক্ত আকাশে
জীবনের গল্প বলি মেঘের পরতে পরতে।