রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা অভিযোগে ছয়টি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১৮) এর আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইদুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন মাহফুজার রহমান, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর, সূর্য্য কুমার প্রামানিক, স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন কার্যালয়, রাজবাড়ী এবং পনিরুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, বালিয়াকান্দি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পোড়াভিটাতে মাদক সেবনের দায়ে ৭ জনকে ১ মাস করে কারাদন্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আসামীদের রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান।