রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করেছের রাজবাড়ীর সংরক্ষিত অসনের সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজা। অনুষ্ঠান সজ্ঞালনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
পাংশা উপজেলা বিভিন্ন ইউপির ৮৪ টি পরিবারের এর মধ্যে নগত ১ লক্ষ ৬৮ হাজার টাকা প্রদান করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের উন্নয়নে বিশ্বাসী, বিভিন্ন প্রকার সেবা এখন মানুষের দোয়ারে পৌঁছে দিয়েছে বর্তমান সরকার, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব কালীল ভাতা, কমিউনিটি ক্লিনিক সেবা, কৃষি ক্ষেত্রে নানা প্রকার সুবিধা, রাস্তা ঘাট এর উন্নয়ন, পদ্মা সেতু সহ নানা প্রকার উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে দেশের জন্য। ডিজিটাল বাংলাদেশ এখন আর কল্পনা নয়। বাস্তবে সুবিধা পাচ্ছে দেশের প্রতিটি নাগরিক।