বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকএর সার্বিক নির্দেশনায় এবং জেলা প্রশাসক, রাজবাড়ীর সার্বিক সহযোগিতায় “জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা” প্রতিপাদ্য অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীতব্য কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১২ জুলাই, ২০২২ তারিখ মঙ্গলবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক জেলার বিভিন্ন কাঁচা চামড়া সংগ্রহ কেন্দ্র ও চামড়া আড়ত পরিদর্শন করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ী কর্তৃক অত্র জেলার সদর উপজেলা ও বালিয়াকান্দি উপজেলার অন্তর্গত বিভিন্ন চামড়া আড়ত ও কোরবানি’র পশুর চামড়া মজুদ কেন্দ্রসমূহে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদেয় নির্দেশনা’র আলোকে চামড়ার আড়তে সংগ্রহকৃত সকল ধরনের চামড়া যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে তদারকি করা হয়েছে এবং তদারকিকালে সংগৃহীত পশুর চামড়ায় সঠিকভাবে লবন প্রয়োগ করা হয়েছে বলে পরিলক্ষিত হয়। জেলা প্রশাসন রাজবাড়ী, জেলা চেম্বার অব্ কমার্স কর্তৃপক্ষ রাজবাড়ী এবং জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দের সহযোগিতায় জেলা শহরের পৌর এলাকা, সদর উপজেলা এবং বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্পটে পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া সরেজমিন পরিদর্শন করা হয়। এছাড়াও চামড়া ব্যবসায়ী ও ভোক্তা সাধারণকে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ক্রয়-বিক্রয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদেয় সার্বিক নির্দেশনা বাস্তবায়নে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ী কর্তৃক পরিচালিত তৃতীয় দিনের কার্যক্রম।