রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য ফয়েজুর রহমানকে কারা কেন গুলি করে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। নিহত ফয়েজুর পাট্টা ইউনিয়নের বিলমন্ডম (তেবাড়িয়) গ্রামেরর বাসিন্দা ছিলেন। হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে নাইমুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনাটি কালুখালী থানা এলাকার মধ্যে। একারণে মামলা কালুখালী থানায় হবে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কারা কেন তাকে হত্যা করেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। কী ধরণের অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবার থেকে এজাহার দিয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত বুধবার সন্ধ্যার পরে ফয়েজুর রহমান পাট্টা ইউনিয়নের বাহেরমোড় বাজারে অবস্থান করছিলেন। এসময় তার কাছে একটি মোবাইল কল আসে। ফোনে কথা বলে তিনি একটি ভ্যানযোগে বাড়ির দিকে রওনা হন। তাকে বহনকারী ভ্যানটি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুম্বল গ্রাম অতিক্রম করার সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত পথরোধ করে। এরপর ফয়েজুর রহমানকে ভ্যান থেকে নামিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।