শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

গোয়ালন্দে পদ্মায় অভিযান চালিয়ে অবৈধ বাঁধ অপসারণ

গোয়ালন্দ প্রতিনিধি ॥
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৩৫ Time View

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। অভিযানকালে সেখানে স্থাপিত অবৈধ বাঁশের বাঁধ ও জাল অপসারণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ বহু চায়না দোয়ারী।

শনিবার বিকেল থেকে মাঝ রাত পর্যন্ত চলা এ অভিযানে ২ হাজার মিটার চায়না দোয়ারীসহ অবৈধ বাঁধের জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয় । জানা যায়, বাঁধটির কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) এসআই মো. মোশারফ হোসেন জানান, চলতি বর্ষা মৌসুমে পদ্মার বিভিন্ন স্থানে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবি বাঁধ দিয়ে ও চায়না দোয়ারীতে মাছ নিধন করছিল কিছু ব্যক্তি। খবর পেয়ে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি বাঁধ অপসারণসহ বাঁধের জাল ও ২ হাজার মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছের বংশ বিস্তার ও জলজ প্রাণী রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com