মা ইলিশ সংরক্ষণ অভিযানে বৃহস্পতিবার রাজবাড়ীতে আটক হয়েছে ১৬ জন জেলে। এসময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও জেলা পুলিশসহ অন্যান্য সকল সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার রাজবাড়ী সদরের কালীতলা ঘাট থেকে কালুখালী উপজেলার সীমান্ত পর্যন্ত এলাকায় অভিযানে ৫ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছসমূহ একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে আটক ১৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।