রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বরাট একতা ক্লাবের আয়োজনে বরাট একতা ক্লাব মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পাওয়ার সোর্স ফুটবল ক্লাব, ফরিদপুর বনাম বরাট একতা ক্লাব, রাজবাড়ী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের খেলায় পাওয়ার সোর্স ফুটবল ক্লাব ৩-২ গোলে বরাট একতা ক্লাবকে পরাজিত করে।
বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন জানান, মোবাইল গেইম, নেশা থেকে দূরে থাকতে এবং শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্লাবের খেলোয়াড়দের অভিজ্ঞতা বৃদ্ধিতে এমন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন।