‘আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি- প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ ও কালুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা দপ্তর আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইশরাত জাহান উম্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
গোয়ালন্দে সকাল ১১ টায় শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় আলোচনা সভার আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, আবু বকর, শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী ও তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী।
ইউএনও নাহিদুর রহমান শিশুদের উদ্দেশ্য বলেন, তোমাদের প্রতিজ্ঞা হবে এটাই, তোমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারো। একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারো। কন্যা শিশুকে আলাদা ভাবা যাবে না। তোমরা নারী-পুরুষ সবাই সমানভাবে সকল কাজে অংশগ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারো।