মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মধ্যরাতে অভিযান পরিচালনা করে ৯ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ১২টা থেকে রাত ২টা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে ও এসআই মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয় ফোর্স এবং কোস্টগার্ড এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় পদ্মা নদীর কলাবাগান এলাকা থেকে ৬ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও আনুমানিক ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশ স্থানীয় দৌলতদিয়া খানকা শরীফের এতিমখানায় বিতরণ করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে নৌকা, জাল ও জেলেদের আটক করেছি। মঙ্গলবার মধ্যরাতে নদীতে অভিযান চালিয়ে ৯ জন জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ২টি নিয়মিত মামলা করা হয়েছে এবং জালগুলো আলামত হিসেবে মজুত রাখা হয়েছে। সরকার ঘোষিত নিষিদ্ধ সময় পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।