রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঐতিহ্যবাহী বরাট একতা ক্লাবের আয়োজনে বরাট একতা ক্লাব মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব বনাম বরাট একতা ক্লাব একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলে ড্র হয়।
আয়োজক কমিটির সদস্য ও বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন জানান, বর্তমান ফুটবলারদের মোবাইল রেখে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের এমন আয়োজন।