গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচাঁ আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে অর্থ সহায়তার চেক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। এ সময় তিনি সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সোমবার দুপুর দেড়টায় উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ক্ষতিগ্রস্ত আশ্রয়নের সামনে এ সহায়তা প্রদান করা হয়। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, ইউনিয়নের সচিব মো. মামুন , উপ-সহকারি প্রকৌশলী মো. সাদিকুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন, অগ্নিকান্ডে ১০টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমরা ঘটনাটি জানার পরেই শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রত্যেক পরিবারকে সাড়ে ৭ হাজার করে টাকা তুলে দিয়েছি। গোয়ালন্দে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, যারা বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করে থাকেন। আপনাদের একটু সহযোগিতা এই অসহায় পরিবারগুলো ঘরবাড়ি তৈরি করে থাকতে পারবে।”